রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রজ্জল্লিত মোমাবতির এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুর পাড়ের সোহেল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের প্রধান মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরিশাল-২ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শান্তি দাস, কাজল ঘোষ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এর আগে সন্ধ্যায় শহরের কালেক্টরেট পুকুর পাড়ে নিউজ এডিটর কাউন্সিল বরিশালের আয়োজনে ‘এসো আলোর মিছিলে’ স্লোগানে কালোরাত্রিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ০৪৫১ ঘন্টা, মার্চ ২৬, ২০১৮
এমএস/এমএফআই/আরবি/