ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গণহত্যা দিবসে হাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
গণহত্যা দিবসে হাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৫ মার্চ রাতে ভয়াল গণহত্যার প্রতিবাদে ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হাবিপ্রবি'র ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান, হাবিপ্রবি শাখার ছাত্রলীগ নেতা মোস্তফা তারেক চৌধুরী, মমিনুল হক রাব্বী প্রমুখ।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস এলাকা জুড়ে রাত ৯টায় এক মিনিট আলো নিভিয়ে ২৫ মার্চের ভয়াল কালোরাত স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।