ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে এগিয়ে চলেছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে এগিয়ে চলেছি জাতীয় স্মৃতিসৌধে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: জিএম মুজিবুর

সাভার, ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অনেক দাম দিয়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আমরা তাদের পরাজিত করে বিচারের আওতায় এনেছি। আশা করি, সামনের দিনগুলোতে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে।

মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এ দেশের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, দারিদ্র্য থেকে, ক্ষুধার জ্বালা থেকে মুক্তির জন্য মানুষ সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে এবং আরো এগিয়ে যাবে।

 

নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিতে ওপর তলার মানুষ থাকলে চলবে না। কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।