ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে বাগেরহাটে শহীদদের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
স্বাধীনতা দিবসে বাগেরহাটে শহীদদের প্রতি শ্রদ্ধা স্বাধীনতা দিবসে বাগেরহাটে শহীদদের প্রতি শ্রদ্ধা

বাগেরহাট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাগেরহাটবাসী।

সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় শহরের দশানীস্থ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বাগেরহাটের সর্বস্তরের মানুষ।

এসময় শ্রদ্ধা জানাতে আসা জনতার ঢল নামে স্মৃতিস্তম্ভে।

জনাকীর্ণ হয় দশানী মোড়সহ আশপাশ এলাকা। জনতার ভির উপেক্ষা করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকলেই শ্রদ্ধা জানায়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট কামিল মাদ্রাসা, বাগেরহাট প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, জেলা আইনজীবী সমিতিসহ জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানায়।

পরে সকাল ৮টায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।