সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় শহরের দশানীস্থ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বাগেরহাটের সর্বস্তরের মানুষ।
এসময় শ্রদ্ধা জানাতে আসা জনতার ঢল নামে স্মৃতিস্তম্ভে।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সহ-সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট কামিল মাদ্রাসা, বাগেরহাট প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, জেলা আইনজীবী সমিতিসহ জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানায়।
পরে সকাল ৮টায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ