রোববার (২৫ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
মাহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে জানান, রোববার রাতে দুর্বৃত্তরা নগরীর কিন ব্রিজ সংলগ্ন এলাকায় মাহিদকে কুপিয়ে চলে যায়। দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনইউ/আরআর