ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী মামদুদুর রহমান আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
সাবেক মন্ত্রী মামদুদুর রহমান আর নেই

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ছোটভাই ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৪ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে, পাঁচ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উত্তরার ৯নং সেক্টর মসজিদে জোহরের নামাজের পর মরহুমের প্রথম জানাজা হয়েছে। বগুড়ায় তার ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। তারা মামদুদুর রহমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।