ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে: নৌমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে: নৌমন্ত্রী চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌমন্ত্রী-ছবি-বাংলানিউজ

ঢাকা: সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিকরা আইন অনুযায়ী শাস্তি পাবে জানিয়ে নৌপরিবহন মন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, সেই শাস্তি নিয়ে বিরোধিতার কোনো সুযোগ নেই। দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে।

রোববার (২৯ জুলাই)  মোংলা বন্দরের কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম আরও গতিশীল করতে মোবাইল হারবার ক্রেন কেনা সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এর আগে দুপরে রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।

আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসের জন্য দাঁড়িয়েছিলেন।
 
অভিযোগ রয়েছে, বাস দু’টি যাত্রী নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে গিয়ে তাদের উপর বাস উঠে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।   
 
দুর্ঘটনার বিষয়ে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবে শাস্তি পাবে। যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে বিরোধিতার কোনো সুযোগ এখানে নেই।
 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলকে আহতাবস্থায় বাস থেকে ফেলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, শুধু এটুকু বলি, যে অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে।
 
মন্ত্রী বলেন, ভারতে মহারাষ্ট্রে একটি গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেল, সেখানে কী আমরা যেভাবে এগুলো নিয়ে কথা বলি, এগুলো কী কথা বলে? এটা নিয়ে পরে আলোচনা হবে।
 
মন্ত্রী বলেন, ভারতে প্রতি ঘণ্টায় দুর্ঘটনায় ১৬ জন মারা যায়, আপনারাই রিপোর্ট করেছেন। এটা নিয়ে পরে কথা বলবো।
 
বাংলদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।