ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পশু কোরবানির জন্য ২১০ স্থান নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
রাজশাহীতে পশু কোরবানির জন্য ২১০ স্থান নির্ধারণ

রাজশাহী: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পশু কোরবানি ও বর্জ্য অপসারণ করতে নগরীতে ২১০ স্থান নির্ধারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) দুপুরে রাসিকের জনসংযোগ কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

খন্দকার মাহাবুবুর রহমান বলেন, বুধবার (০৮ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে তার দফতর কক্ষে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এতে নগরীতে পশু কোরবানির জন্য ২১০ স্থান নির্ধারণ করা হয়। স্ব-স্ব ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে স্থানগুলো অবহিত করা হবে।

সভায় নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সামাজিক বন্ধন অটুট রেখে ঈদ উদযাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে জন সচেতনার লক্ষ্যে নগরীতে মাইকিং, মসজিদে ঈমামদের মাধ্যমে মুসল্লিদের অবগতি, পত্রিকায় বিজ্ঞপ্তি, বাড়ি-বাড়ি লিফলেট বিতরণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।