ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
রাজশাহীতে চার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা চার প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ এর একটি দল অধিদফতরের কর্মকর্তাদের অভিযান পরিচালনায় সহায়তা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল মারুফ জানান, ভোক্তা অধিকার আইনে তিনি কেশরহাট বাজারের ‘এমআর এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

এছাড়া অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী একই বাজারের ‘নারায়ণ স্টোর’ নামে একটি দোকানকে ৫০ হাজার, ‘আবুল স্টোর’ নামে একটি দোকানকে ১০ হাজার ও ‘সততা এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এমআর এন্টারপ্রাইজে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করা হচ্ছিল। বিড়ির মোড়কে ছিল না সর্বোচ্চ খুচরা মূল্যও। নারায়ণ স্টোরে বিক্রি হচ্ছিল অবৈধ সিগারেট। আবুল স্টোরে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচনা মূল্য (এমআরপি) ছিল না। এছাড়া গুদামে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও গ্লুকোজ মজুদ করে রেখেছিল সততা এন্টারপ্রাইজ।

অভিযানে ২০ হাজার প্যাকেট বিস্কুট এবং ১০০ প্যাকেট সিগারেটসহ ৩৭ লাখ ৮ হাজার টাকার মালামাল ধ্বংস কর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।