শুক্রবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই শাহিন হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে ধানের খড়ের পালা ও জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হলে ঘটনাস্থলেই বড় ভাই শামীমের মৃত্যু হয়।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাই শাহিনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত শামীমের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসআরএস