শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে এলাকার শহীদের হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু ওই হোটেলে কর্মচারী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে জানান, খেয়াঘাট এলাকায় শহীদের মালিকানাধীন দু’টি খাবার হোটেল রয়েছে। যার একটিতে রাজু দু’দিন আগে কাজ নিয়েছিল। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে দু’টি হোটেলের মধ্যে একটি বন্ধ হোটেলে ঘুমায় রাজু। শুক্রবার কাজে না যাওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান রাজু মারা গেছেন। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বিকেলে পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসআরএস