ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আ ন স হাবীবুর রহমান স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আ ন স হাবীবুর রহমান স্মরণসভা অনুষ্ঠিত

ঢাকা: উপানুষ্ঠানিক ও বয়স্ক সাক্ষরতা উপকরণ উন্নয়ন ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ আ ন স হাবীবুর রহমান স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির ১২ নম্বর সড়কের ৩১ নম্বর বাড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় হাবীবুর রহমানকে নিয়ে স্মৃতি তর্পণ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক শফি আহমেদ, সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আজহারুল ইসলাম, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা উম্মে ফারওয়া ডেইজি প্রমুখ।

 

প্রয়াতের বন্ধুর-শুভাকাঙ্ক্ষীরা আয়োজিত স্মরণসভায় স্বজন-পরিচিতজনরাও অংশ নেন।  

আ ন স হাবীবুর রহমান গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।