ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোকিশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জের চর পুলিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- খোকন (৪০) ও নাজ মুন্না (৫)।

তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ বাংলানিউজকে জানান, রাতে পুলিয়ামারী এলাকায় কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও চারজন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮, আপডেট: ২১৪০
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।