শুক্রবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জের চর পুলিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- খোকন (৪০) ও নাজ মুন্না (৫)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ বাংলানিউজকে জানান, রাতে পুলিয়ামারী এলাকায় কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও চারজন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮, আপডেট: ২১৪০
এমএএএম/আরবি/