চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের তারাশ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা নাটোরের বনপাড়ার উদ্দেশে রওনা হয়। নৌকাটি পাইকপাড়ায় চলনবিলের মধ্যে এলে ডুবে যায়।
তিনি আরও জানান, নিখোঁজ পাঁচ যাত্রীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে নিখোঁজ পাঁচজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরবি/