ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন মানববন্ধন ও সমাবেশ

ঈশ্বরদী (পাবনা): বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩০) কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঈশ্বরদী প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীরা।

শুক্রবার (৩১ আগস্ট) ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে অর্ধশতাধিক সংবাদকর্মী, ব্যবসায়ী ও সংস্কৃতি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, দৈনিক উন্নয়নের কথা সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক জিন্নাহ, দৈনিক আমার দেশ’র ঈশ্বরদী প্রতিনিধি এসএম ফজলুর রহমান, দৈনিক সমকাল’র ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার প্রমুখ।

এসময় প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।

গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে ভাড়া বাসায় ফেরার পথে বাসার সামনেই কয়েকজন দুর্বৃত্ত সুবর্ণা আক্তার নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, রাজীবের সঙ্গে বিয়ের আগে সুবর্ণার অন্যত্র বিয়ে হয়েছিল। সেই সংসারে জান্নাত নামে ৬ বছরের মেয়ে রয়েছে। শহরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন সুবর্ণা।

সম্প্রতি রাজীবের সঙ্গে ডিভোর্স হয় তার। এ নিয়ে আদালতে একটি পারিবারিক মামলাও চলছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।