শুক্রবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর খেয়াঘাট থেকে ট্রলারে করে নদী পর হয়ে শহরের সেন্ট্রাল খেয়াঘাটে আসার সময় মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
এসময় ট্রলারের অন্য যাত্রী সুমন নামে একজন নদীতে ঝাঁপ দিলেও পরে তিনি সাঁতরে ওঠেন।
নিখোঁজ কামাল হোসেন কাশিপুর খিল মার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। নয়ামাটি এলাকার হোসিয়ারি শ্রমিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে করে সেন্ট্রাল খেয়াঘাটে আসছিলেন তিনি। ওইসময় উত্তর দিক থেকে বড় একটি গম বোঝাই জাহাজ ট্রলারের কাছাকাছি চলে এলে ভয়ে জীবন বাঁচাতে দু’জন নদীতে ঝাঁপ দেন। এতে একজন উঠতে পারলেও কামাল নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এএ