ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির লাল কুরি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির লাল কুরি আর নেই

মাগুরা: মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মিহির লাল কুরি (৭২) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

তার মেয়ে ফাল্গুনি কুরি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শুক্রবার বিকেলে মিহির লাল কুরি অসুস্থ বোধ করলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দেবাশিষ বিশ্বাস মাইল ব্রেন স্ট্রোক হয়েছে জানিয়ে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন।  
সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।