ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নৌকাডুবি: ১৫ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ ৪ জনের 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
নৌকাডুবি: ১৫ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ ৪ জনের 

ঈশ্বরদী (পাবনা): পাবনার চাটমোহরের চলনবিলের পাইকপাড়া নামক স্থানে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ঈশ্বরদীর চারজনের এখনো খোঁজ মেলেনি। 

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা চলনবিলে পানির স্রোত ও আলোর স্বল্পতার কারণে রাত আড়াইটা থেকে সকাল আটটা পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত রেখেছিলেন বলে জানান ডুবুরি দলের টিম লিডার নুর নবী।  

শনিবার (১ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হলেও এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনার ছয় ঘণ্টা পর একটি মরদেহ উদ্ধার হলেও শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (চাটমোহর-ভাঙ্গড়া-ফরিদপুর) অঞ্চলের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাসহ ২৩ জনের একটি দল নৌকায় করে তারাশসহ চলনবিলের বিভিন্ন স্থানে ঘুরতে যায়।

ফেরার পথে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিলের পাইকপাড়া এলাকায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে পাঁচজন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন।  

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, ১৮ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন ডুবে যায়। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা একটি মরদেহ উদ্ধার করলেও এখনো  চারজনের খোঁজ মেলেনি।  

** চলনবিলে নৌকাডুবি: ১ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১লা সেপ্টেম্বর, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।