শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে অভিযানে নেতৃত্বদানকারী কুমারখালী থানার উপ-পরিদর্শক রাজিব হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
মারুফ শেখ কুমারখালী উপজেলার কাসিমপুর গ্রামের আরিফুল শেখের ছেলে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক রাজিব হাসান জানান, গত ১৭ আগস্ট (শুক্রবার) বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলার সময় মারুফকে আপহরণ করে সাইদুর রহমান। এরপর মারুফের মায়ের মোবাইলে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দিন রাতেই অপহৃত মারুফের মা আনোয়ারা বেগম কুমারখালী থানায় সাইদুর রহমানকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
রাজিব হাসান আরো জানান, অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাকিং করে শুক্রবার (৩১ আগস্ট) রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানার পেছনের একটি মার্কেটের ফার্নিচারের দোকান থেকে মারুফকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী সাইদুর রহমানকেও আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
আরএ