শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক জানান, শুক্রবার রাতে আউশ গাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম পরিবারের সদস্যদের ভাল থাকার কথা বলে বাড়িতে থেকে হয়ে যান।
প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর,২০১৮
আরএ