ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
জয়পুরহাটে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের আউশগাড়া গ্রামের একটি আম গাছ থেকে সাইফুল ইসলাম (৪২) নামে এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক জানান, শুক্রবার রাতে আউশ গাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম পরিবারের সদস্যদের ভাল থাকার কথা বলে বাড়িতে থেকে হয়ে যান।

পরে অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে সকালে বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।  

প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর,২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।