ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শুধু কেতাবি নয়, জীবনমুখী শিক্ষাগ্রহণ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
শুধু কেতাবি নয়, জীবনমুখী শিক্ষাগ্রহণ করতে হবে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: শুধু কেতাবি শিক্ষা নয়, জীবন মান উন্নয়নের শিক্ষাগ্রহণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রীদের আবাসনের জন্য ৮৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ১১ তলা ‘৭ মার্চ ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শিক্ষকরা যেমন শিক্ষা দেবেন, শিক্ষার্থী যারা তাদেরও উপযুক্ত শিক্ষাগ্রহণ করতে হবে।

শিক্ষাটা মানে শুধু কেতাবি শিক্ষা না, জীবন মান উন্নয়নের শিক্ষাগ্রহণ করতে হবে।  

‘শিক্ষার্থীরা যে শিক্ষাগ্রহণ করবে তার সুফল যেনো আবার সাধারণ মানুষ পায়। সেদিকেও বিশেষ ভাবে দৃষ্টি দিতে হবে,’ যোগ করেন তিনি।  

শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছৃঙ্খলতা কখনো গ্রহণযোগ্য নয়। সবাইকে নিয়ম মেনে চলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে নিয়ম মেনে আচরণ করতে হবে।

আগামী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা এবং নিজেদের সেভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।  

তিনি বলেন, আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা সব দিক থেকে এগিয়ে যাক। তাদের জীবন মান উন্নত হোক। তারা দেশকে এগিয়ে নিয়ে যাক।

‘আমাদের তো সময় শেষ, এরপর প্রজন্মের পর প্রজন্ম আসবে তারা যেনো মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলে,’ যোগ করেন শেখ হাসিনা।  

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরিচ্ছন্নতার বদঅভ্যাসগুলো ত্যাগ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।  

স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।