কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৩টি ককটেল, ১১টি হাতবোমা ও ১০০ গ্রাম বোমা তৈরির বারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতভর এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।
জেলা পুলিশ কন্টোল রুম থেকে এতথ্য নিশ্চিত করে জানানো হয়, জেলাব্যাপী নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় ৩৩টি ককটেল, ১১টি হাতবোমা ও ১০০ গ্রাম বোমা তৈরির বারুদসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সদর থানার আড়ুয়াপাড়া থেকে ১২টি ককটেলসহ বিএনপি ও জামায়াতের ১২ জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।