শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভারত সীমান্তবর্তী বেনিপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহিন ওই উপজেলার আঁশতলাপাড়ার মুন্নাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে গ্রামের কৃষকরা কাজ করতে বেনীপুর মাঠে যাচ্ছিলেন। এসময় তারা শাহিনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের দাবি, শুক্রবার (৩১ আগস্ট) রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসা সংক্রান্ত নিজেদের মধ্যে বিরোধের জের ধরে শাহীনকে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, নিহত শাহিনের বিরুদ্ধে জীবননগর থানায় হত্যা মামলাসহ ১০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি