এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকায় এ ধর্ষণচেষ্টা করা হয়।
অভিযুক্ত প্রতিবেশি শিপন (২৫) বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় কাজ করেন।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, শুক্রবার দুপুরে আমার মেয়ে গোসল করতে বাথরুমে যায়। এসময় শিপন হাত ধরে টেনে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়ের চিৎকারে আমরা ছুটে গিয়ে বিষয়টির প্রতিবাদ করি। এ ঘটনায় শিপনের বাবা বিষয়টি নিয়ে কিছু করলে আমাকে উল্টো হত্যার হুমকি দেয়। বিষয়টি জানিয়ে রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ধর্ষক ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাড়ির মালিক বকুল বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। একজন ভাড়াটিয়া একটি শিশুর হাত ধরেছিলো। বিষয়টি স্থানীয় কাউন্সিলর অফিসে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের বাবা তা না মেনে থানায় গিয়ে অভিযোগ দিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন খাঁ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ছেলের পরিবারের লোকজনকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
আরআর