ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়া: বগুড়া শহরের সাতমাথা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হারুনার রশিদ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় বগুড়া জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

 

আহত রশিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদমদীঘি উপজেলার বাগবাড়ী ছাতিয়ান গ্রামের আজিজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদ ওই সময় জিলা স্কুলের সামনে দিয়ে সাতমাথার দিকে আসছিলেন। এসময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য একটি খণ্ড মিছিল শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলো। ঠিক সেই মুহূর্তে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুরিকাঘাতে আহত যুবক আনসারে চাকরি করেন। কোনো কাজের জন্য শহরে এসেছিলেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।