ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্লেন দুর্ঘটনায় নিহত প্রিয়কের গাড়িও পুড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
প্লেন দুর্ঘটনায় নিহত প্রিয়কের গাড়িও পুড়লো প্রিয়কের পোড়া গাড়ি-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। জানা গেছে, প্রাইভেটকারটি নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত ফারুক হোসেন প্রিয়কের। 

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, শ্রীপুর থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল।  পোড়াবাড়ি এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি থেকে ধোঁয়া বের হতে থাকে।  এসময় চালকসহ যাত্রীরা প্রাইভেটকার থেকে নেমে যান। এক পর্যায়ে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে প্রাইভেটকারটি সর্ম্পূণ পুড়ে গেছে।  

প্রিয়কের চাচাতো ভাই মো. লুৎফর রহমান জানান, প্রিয়কের মামাতো ভাই মেহেদী হাসান মাসুম প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।  

মাসুম নেপালে প্লেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।  

ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।