ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

লালমনিরহাট: মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামী আনোয়ার হোসেন (৪২) আত্মহত্যা করেছেন।

শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ার হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আনোয়ার নেশা করে মাতাল অবস্থায় বাড়িতে আসেন। এরপর স্ত্রী হাজেরা বেগমের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে তার স্ত্রীকে মারধর করেন। স্থানীয়রা আহতবস্থায় হাজেরা বেগমকে উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যান। এরপর আনোয়ার মধ্যরাতে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে আনোয়ারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।