ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘চাপিয়ে দেওয়ার কোনো নীতিমালা করবো না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
‘চাপিয়ে দেওয়ার কোনো নীতিমালা করবো না’

ব্রাহ্মণবাড়িয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘আমরা চাপিয়ে দেওয়ার কোনো নীতিমালা তৈরি করব না। সবার সঙ্গে আলোচনা করে সাংবাদিকতা বিষয়ে একটি নীতিমালা আমরা তৈরি করবো।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে কিভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

এছাড়া আমাদের বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। সরকার গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ’

‘বাংলাদেশ ও ভারতের সর্ম্পক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে ভারতের ত্রিপুরায় যাচ্ছেন ইকবাল সোবহান চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবাণ মাহমুদ।

চেকপোস্টে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ও আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।