শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইকবাল সোবহান বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে কিভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
‘বাংলাদেশ ও ভারতের সর্ম্পক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে ভারতের ত্রিপুরায় যাচ্ছেন ইকবাল সোবহান চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবাণ মাহমুদ।
চেকপোস্টে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ও আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জিপি