ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
কেন্দুয়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত দুর্ঘটনা কবলিত বাস অটোরিকশা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেন্দুয়া বলাইশিমুল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক জামাল মিয়া (২৮), কুতুবপুর নওয়াপাড়া গ্রামের হাদিছ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন (২৭), জামাল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০) ও মোহনগঞ্জ আদর্শনগর গ্রামের হান্নান মিয়ার ছেলে মুরাদ মিয়া (২২)।

অপরদিকে আহত কেন্দুয়া কুতুবপুর গ্রামের আলেক মিয়ার ছেলে গোলাম রব্বানী, দুদু মিয়ার ছেলে জসিম উদ্দিন, সাঈফুলের ছেলে সাকিব মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশাটি।                                          ছবি: বাংলানিউজ
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ দুর্ঘটনায় মায়ের দোয়া পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৬৪২৭) নামে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও সড়কের যানজট নিরসনে কেন্দুয়া ও ইশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮ আপডেট সময়: ১৮০০ ঘণ্টা
আরএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।