শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ পাবনা ইউনিটের কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ শতাধিক মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের উন্মুক্ত জলাশয় দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে রোববার (১৯ আগস্ট) দুপুরে আব্দুস সালাম ও জাহেদ ডাক্তারের নেতৃত্বে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালায়। এ সময় মোজ্জাম্মেলের মেয়ে মুক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার (২৭ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসআরএস