শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জৈতদৌবকী মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুয়াবার মন্ডল ওই গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলার জৈতদৌবকী মন্ডলপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে দুয়াবার মন্ডল ওরফে দোয়ারের সঙ্গে তার আপন বোন নাছিমা, ভগ্নীপতি আনজু ও ভাগিনা নাসির ও টমাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা নাটোর জজকোর্ট চলমান রয়েছে।
শনিবার দুপুরে ওই জমিতে সীমানা নির্ধারণী খুঁটি পোতা হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে যান মামা দুয়াবার মন্ডল। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে এলোপাতাড়ি মারপিট শুরু হয়। এসময় ভাগিনা টমাস কাঠের বাটাম দিয়ে মামা দুয়াবার মন্ডলের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কাঠের বাটামের আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নন তারা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি জানা যাবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোন নাছিমা ও নাজমা খাতুনকে থানায় ডেকে আনা হয়েছে। নিহত ব্যক্তির ভগ্নীপতি ও ভাগিনারা পালিয়ে গেছেন।
তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জিপি