শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সরস্বতীপুর খাঁ-পাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মকবুল সরস্বতীপুর খাঁ-পাড়া গ্রামের বাসিন্দা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে জমিতে ধান রোপণের জন্য কোদাল দিয়ে পস্তুত করছিলেন তিনি। এসময় জমিতে থাকা বিদ্যুতের খুঁটিতে টানা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক মকবুল খান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জিপি