শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১১-এর সহকারী পরিচালক এএসপি নাজমুল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, বিকেলে তারা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবআইল এলাকায় এসএস অ্যাগ্রো ফুড প্রোডাক্টস নামক কারখানায় অভিযান পরিচালনা করেন।
এ সময় কারখানার মালিক মো. সাত্তার মোল্লা ও তার ভাই আজিজ মোল্লাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু টমেটো সস উৎপাদনের জন্য তাদের বিএসটিআই এর অনুমোদন রয়েছে। বাকিগুলোর কোনো অনুমোদন নেই। টমেটো সসের অনুমোদন থাকলেও জব্দকৃত ৮টি ড্রাম ভর্তি টমেটো সসে টমেটোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন নানারকম রাসায়নিক দ্রব্যের মিশ্রন ঘটিয়ে এ খাদ্য পণ্যগুলো দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করে আসছিলেন।
পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন্নেসা অনুমোদনবিহীন ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক সাত্তার ও ইনচার্জ আজিজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও কারখানার ভেজাল পণ্য ধ্বংস করার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
আরবি/