শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান চৌধুরীটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নীপা ওই গ্রামের নজরুল ইসলাম নজুর মেয়ে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, বিকেলে একই স্কুলের ছাত্রী তিন বান্ধবীসহ নীপা তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় বান্ধবীদের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় নীপা। পরে অন্য বান্ধবীরা তাকে পুকুরে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন পুকুর থেকে নিপারকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসআরএস