শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার সাত জেলেকে তিন হাজার টাকা করে সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সদর পাথঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম শিকদার, ইউপি সদস্য শাকিল আহম্মেদ শিবু, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন প্রমুখ।
এর আগে, বৃহস্পতিবার (৩০ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১১ পরিবারকে ৩ হাজার টাকা ও একটি করে শাড়ি দেওয়া হয়।
চলতি বছরের ২১ জুলাই রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বরগুনার সাতটি ট্রলার ডুবে ১৩০ জন জেলে নিখোঁজ হয়। এরমধ্যে ৮১ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়াও তিনজনের মরদেহ উদ্ধার করতে পারলেও ৪৬ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি