একইদিন ঢাকাস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শপথ নেবেন নবনির্বাচিত সংরক্ষিত ৯ ও সাধারণ ওয়ার্ডের ২৭ কাউন্সিলর। তাদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর মিডিয়া কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত চিঠি মেয়রের হাতে এসে পৌঁছেছে। একইসঙ্গে কাউন্সিলররাও শপথবাক্য পাঠ করানোর চিঠি পেয়েছেন।
তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আগামী ৪ সেপ্টেম্বর মেয়র ও কাউন্সিলররা ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। পরদিন ৫ সেপ্টেম্বর সকাল ৯টায় মেয়র আরিফুল হক চৌধুরী গণভবনে শপথ নেবেন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দু’টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পান। কিন্তু ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র দু’টির ভোটের চেয়ে ১৬১ ভোটে পিছিয়ে ছিলেন আরিফ।
এ কারণে গত ১১ আগস্ট স্থগিত দু’টি কেন্দ্রের পুনঃনির্বাচন শেষে আরিফুল ৬ হাজার ১৯৬ ভোটে কামরানকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে ৯২ হাজার ৫৯৩ ভোট পান আরিফুল আর কামরান পেয়েছেন মোট ৮৬ হাজার ৩৯৭ ভোট। ঘোষিত ফলাফলে আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
এর আগে ২০১৩ সালের ২১ জুলাই গণভবনে শেখ হাসিনার কাছে প্রথমবারের মতো সিসিকের মেয়র নির্বাচিত হয়ে শপথবাক্য পাঠ করেন আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনইউ/আরবি/