শনিবার (১ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাকিমুদ্দি লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিস উপজেলার কাচিয়া ইউপির বৈদ্দের পুলক এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাকিমুদ্দি লঞ্চঘাটের পন্টুণে লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এ সময় ঢাকা-ভোলা রুটের তাসরিফ-৪ নামের যাত্রীবাহী একটি লঞ্চ পন্টুনে ভিড়লে যাত্রীদের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ সময় আহত হন আরও পাঁচ যাত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার ঘটনায় সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, আগস্ট
এসআরএস