ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বপ্নের ঢাকা পেতে চাইলে আগে সচেতন হতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
স্বপ্নের ঢাকা পেতে চাইলে আগে সচেতন হতে হবে ক্লিন ঢাকা কনসার্ট, ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বপ্নের ঢাকা শহরকে পেতে চাইলে আগে আমাদেরই সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসচেতনতা বাড়াতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘ক্লিন ঢাকা কনসার্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যৌথভাবে কনসার্টটি আয়োজন করে নাগরিক ঢাকা ফাউন্ডেশন ও বৈশাখী টেলিভিশন।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল তিনটায় আইসিসিবি’র পুষ্পগুচ্ছ হলে শুরু হওয়া এ কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

অনুষ্ঠানে জনসচেতনতা বাড়াতে আমন্ত্রিত অতিথির সামনে গান পরিবেশন করে মাইলস, ফিডব্যাক, ডিফরেন্ট টাচ, নেমেসিস, তপু ও যাত্রী এবং বন্ধুজনা। এছাড়া পারফর্ম করেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও শাওন মজুমদার।

ডিএসসিসি মেয়র বলেন, এ শহর আমাদের বসবাসের জন্য। এটাকে দূষিত রাখলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো। তাই নিজেদের তাগিদেই শহরকে পরিষ্কার রাখবো আজকের এ অনুষ্ঠান থেকেই আমরা এ শপথ নিতে পারি।

আয়োজকদের মতে, মানুষকে সচেতন করার অন্যতম মাধ্যম সাংস্কৃতিক আয়োজন। এর মাধ্যমে নগরবাসী নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে রাজধানী হয়ে উঠবে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।

এ বিষয়ে নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি নাঈম হোসেন বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আমরা এবারই প্রথম বৈশাখী টেলিভিশনের সঙ্গে ক্লিন ঢাকা কনসার্ট আয়োজন করেছি। ভবিষ্যতে নাগরিক ঢাকা ফাউন্ডেশন আরও নতুন নতুন কর্মকাণ্ড নিয়ে সামনে আসবে। ’

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, কমিউনিকেশন উইংয়ের প্রধান দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।