ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮

লক্ষ্মীপুর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিএনপির নেতারা এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন না। তারা এখন বলে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। 

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কাজী আনোয়ারুল্যাহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।

ওইদিন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। সেই হত্যা মামলার রায় এ মাসেই হবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)  চেয়ারম্যান সামছুল আলম বাবুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।