ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে গর্তে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বুড়িচংয়ে গর্তে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে গর্তে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রেজার দিয়ে মাটি কাটা গর্তে পড়ে রাইশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের উত্তর-পূর্ব খোদাইধূলী এলাকায় শিশুটি  আ’লীগ নেতা ছাদেক ভান্ডারির জমির গর্তে পড়ে যায়। ৫ ঘণ্টা পর রাত ১০টায় ডুবুরি তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাইশা আক্তার বাকশীমূল ইউনিয়নের উত্তর-পূর্ব খোদাইধূলী এলাকার রিকশাচালক রবিউলের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়,  খোদাইধূলী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এতে করে জমির মধ্যে বড়-বড় গর্ত সৃষ্টি হয়। শনিবার বিকেল ৫টায় ওই এলাকার রিকশাচালক রবিউলের মেয়ে রাইশা আক্তার (৭) তার দাদী হেলেনা বেগমকে (৪৬) নিয়ে জমি থেকে হাঁস আনতে যায়।  

এ সময় ড্রেজারের গর্তে উভয়ে পড়ে যায়। রাইশার দাদী গর্ত থেকে উঠতে পারলেও রাইশা ওই গর্তে তলিয়ে যায়। রাইশার দাদী শ্রমিকদের রাইশার তলিয়ে যাওয়ার বিষয়টি জানায়। ড্রেজার শ্রমিকরা তাতে কর্ণপাত না করে কাজ চালিয়ে যেতে থাকে। পরে রাইশার দাদী স্থানীয়দের বিয়টি জানালে এলাকাবাসী
গর্ত থেকে রাইশাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে ঘটনাটি বুড়িচং থানা পুলিশকে জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর নদী ফায়ার সার্ভিস ডুবরি দল সাড়ে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টায় গর্ত থেকে রাইশাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আ’লীগ নেতা ছাদেক ভান্ডারির জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটছেন স্থানীয় আ’লীগ নেতা হুমায়ন মেম্বার ও ইমান আলী। ওই মাটি কাটার গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে এক হাজার টাকা দেওয়া হয়েছে দাফন করানোর জন্য এবং নিষেধ করা হয়েছে থানায় যাতে কোন অভিযোগ না করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ১০টায় ডুবরি দল গর্ত থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় ড্রেজারের ৪ শ্রমিককে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।