ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
কুমিল্লায় অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু

কুমিল্লা নগরীর সদর হাসপাতাল রোডে শ্বশুর বাড়িতে আয়শা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আয়শা আক্তার ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় সদর হাসপাতাল রোডের মেট্রোপলিটন হাসপাতালের উত্তর পাশের গলির সওদাগর বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত আয়শা আক্তারের বাবার বাড়ি কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির চাঙ্গিনী এলাকায়।

তার স্বামীর নাম নাসিম।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।