শনিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় এলাকার বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগরসহ ৫টি ট্রেনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন তত্ত্বধায়ক (ডিটিএস) শওকত জামিল মোহসীর নেতৃত্বে লালমনিরহাট থেকে বামনডাঙ্গা পর্যন্ত লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস ও তিনটি কমিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২০৯ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬ হাজার ৭০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ