ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ফুলছড়িতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

গাইবান্ধা: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ৩১৪ পিস ইয়াবাসহ আবুল কালাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা চৌরাস্তা মোড় এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি ইউনিট।

আটক আবুল কালাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি একই ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।

ওসি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ১ লাখ ২৫ হাজার  টাকা। আসামি কালামের বিরুদ্ধে আরো একটি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।