ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খালিয়াজুরীতে ভোক্তা আইনে ৪২ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
খালিয়াজুরীতে ভোক্তা আইনে ৪২ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ইউনিয়নের লেপসিয়া বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ জরিমানা করা হয়।

ভেজাল মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বাজারের ভুট্টু মিয়ার হোটেলকে ৭ হাজার টাকা, গাউসিয়া মর্তুজা ভান্ডারী হোটেলকে ৫ হাজার টাকা, সাইদুল বেকারীকে ১০ হাজার টাকা ও মেহেদী বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং খালিয়াজুরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক খান।

এছাড়াও বাজার পরিদর্শন ও জরিমানা আদায়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভোক্তা অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে প্রাথমিক ধারণা দেওযা ও তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক এক উন্মুক্ত আলোচনা সভা করেন। এতে বাজারের ছোটবড় সকল প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।