শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ইউনিয়নের লেপসিয়া বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ জরিমানা করা হয়।
ভেজাল মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বাজারের ভুট্টু মিয়ার হোটেলকে ৭ হাজার টাকা, গাউসিয়া মর্তুজা ভান্ডারী হোটেলকে ৫ হাজার টাকা, সাইদুল বেকারীকে ১০ হাজার টাকা ও মেহেদী বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং খালিয়াজুরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক খান।
এছাড়াও বাজার পরিদর্শন ও জরিমানা আদায়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলেন।
ভোক্তা অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে প্রাথমিক ধারণা দেওযা ও তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক এক উন্মুক্ত আলোচনা সভা করেন। এতে বাজারের ছোটবড় সকল প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমজেএফ