মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রোববার (০২ সেপ্টেম্বর) ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটা রেললাইনটিতে রেল চলাচল বন্ধ রয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএইচডি/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।