শনিবার (০২ সেপ্টেম্বর) দিনগত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের সদরঘাট থানার বাংলাবাজার এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে মো. আবুল কালাম এবং ফেনীর দাগনভূঞাঁ থানার মো. ওয়াসিম।
র্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মহাসড়কের ওইস্থানে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১শ’ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি চট্টগ্রামগামী ছিল বলেও জানায় র্যাব।
গ্রেফতাকৃতদের ফেনী মডেল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএইচডি/এমজেএফ