ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে অভিযানে হাতবোমা উদ্ধার, গ্রেফতার ১২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
মেহেরপুরে অভিযানে হাতবোমা উদ্ধার, গ্রেফতার ১২ 

মেহেরপুর: মেহেরপুরে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও ভোরে গাংনী উপজেলার তেরাইল গ্রামের ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুইটি হাত বোমা উদ্ধার করা হয়।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দু’টি হাত বোমা উদ্ধার করে।

এদিকে মেহেরপুর সদর থানার ওসি রবিউল হোসেন জানান, সদর উপজেলার বন্দর গ্রামে  হাত বোমাগুলো লাল ও কালো টেপ মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা এলাকায় ভীতি সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে হাতবোমাগুলো জড়ো করেছিল। তবে কারা এসব বোমা জড়ো করেছে সে ব্যাপারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এদিকে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

হাত বোমাগুলো সদর ও গাংনী থানায় এনে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।