ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গেটম্যানের অবহেলায় দুর্ঘটনা, তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
গেটম্যানের অবহেলায় দুর্ঘটনা, তদন্ত কমিটি দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): ঘটনা এতোটাই ভয়াবহ যে, দেখলেই আঁতকে ওঠতে হয়। ট্রেনের ধাক্কায় প্রায় পাঁচশো মিটার দূরে গিয়ে পড়েছে বাস। একেবারেই দুমড়ে-মুচড়ে গিয়ে। ক্ষত-বিক্ষত হয়েছেন বাসে থাকা প্রায় সব যাত্রীই। নিহত হয়েছেন দু’জন।  

রোববার (২ সেপ্টেম্বর) ভোর রাতে চট্টগ্রামের বারইয়ারহাট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, রেলওয়ের এ অংশে যে গেটম্যান রয়েছেন, তার অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটে।

 

বারইয়ারহাট মৎস্য আড়তের ব্যবসায়ী দিদারুল আলম বলেন, প্রায় সময় ক্রসিংয়ের গেটম্যান ঘুমে থাকেন, তার অবহেলার কারণে অতীতেও দুর্ঘটনা ঘটে। আজও তিনি ঘুমে ছিলেন। সিগনাল না দেয়ায় এবং গেট না ফেলায় এ দুর্ঘটনা ঘটে।  

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল হক জানান, এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ের ওই ক্রসিংয়ে গিয়ে অভিযুক্ত গেটম্যান মো. আরিফকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত এস আলম পরিবহনের যাত্রী এক বিজিবি কর্মকর্তা জানান, বাসটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। যাত্রী ছিল ৩০ জনের মতো।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত করে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।