ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
কালুখালীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মতিন (৩৬) নামে চরমপন্থি দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। 

শনিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের আব্দুল আজিজ ওরফে বিস্কুটের ছেলে।

 

রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, দু’টি হত্যাসহ চার মামলার আসামি আব্দুল মতিন চরমপন্থি সজল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা গ্রামে একটি আমবাগানের মধ্যে আব্দুল মতিন ও তার সহযোগীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সহযোগীরা পালাতে পারলেও গুলিবিদ্ধ হন আব্দুল মতিন। এ অবস্থায় আব্দুল মতিনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।

সহকারী পুলিশ সুপার আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দু’টি রাম দা, একটি শটগানের তাজা কার্তুজ ও শটগানের ১০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।