ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৩৯ গ্রাম গাঁজা ও ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলায় ২৩ জন ও সিআর মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।